বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

দৌলতপুরে পিস্তল ও হিরোইনসহ কারবারি আটক 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুরে পিস্তল ও হিরোইনসহ কারবারি আটক 

কুষ্টিয়ার দৌলতপুরের পশ্চিম ধর্মদহ বিওপির সীমান্ত এলাকায় আসামিসহ অবৈধ অস্ত্র এবং হেরোইন আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাতে বিজিবির অভিযানে আসামিসহ অবৈধ অস্ত্র এবং হেরোইন আটক করে। আটক আসামি ধর্মদহ গ্রামের মৃত আজাহার আলী ছেলে মো. ইকরামুল। 

বিজিবির দেয়া তথ্য মতে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসির সার্বিক দিক নির্দেশনায় গত বৃহস্পতিবার পশ্চিম ধর্মদহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৭-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মদহে কবরস্থান নামক স্থানে নায়েক মো. আলাউদ্দিনের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে একটি দেশীয় পিস্তল (সিঙ্গেল সুটার গান),  ভারতীয় ০.০২৫ গ্রাম হিরোইন, একটি বাটন মোবাইল এবং দুটি সিম কার্ডসহ মো. ইকরামুল ইসলাম, পিতা-মৃত আজাহার আলী, গ্রাম-ধর্মদাহ, থানা-দৌলতপুর, জেলা- কুষ্টিয়া আটক করা হয়। 

এদিকে দৌলতপুর থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, আসামির বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছে।

টিএইচ